বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের হিরন মিয়া হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ৩১ বছর বয়সী পুরুষ পুলিশী রিমান্ডে থাকলেও ৪০ বছর বয়সী মহিলাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া হত্যাকারীকে সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৩০ বছর বয়সী ওপর এক মহিলাকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেয় পুলিশ। এদিকে গত সোমবার হিরন মিয়ার পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য গুলিবিদ্ধ হয়ে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১শে নভেম্বও, বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তিনি। এর আগে মঙ্গলবার নেলসন স্ট্রীটে ঘরের সামনে গুলিবিদ্ধ হন হিরন মিয়া।
https://britbangla24.com/news/95302/
Advertisement