হোলি আর্টিজান হামলা নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জাপানি রাষ্ট্রদূতের আলোচনা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে গুলশানের হোলি আর্টিজান হামলা নিয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রাষ্ট্রদূত নিজেই একথা নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার এক টুইটে দুই মন্ত্রীর সাথে বৈঠকের দুটি ছবি সংযুক্ত করে রাষ্ট্রদূত ইতো নাওকি লিখেছেনঃএই সপ্তাহে আমাদের অংশীদারিত্বের জন্য দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে পেরে সম্মানিত বোধ করছি। একটি ছিল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে। আর অন্যটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে। আমরা করুণ হোলি আর্টিজান হামলা নিয়ে কথা বলেছি। পহেলা জুলাই যার পঞ্চম বার্ষিকী।

Advertisement