১শ হাজার পাউন্ড ছাড়িয়ে গেলেন দবিরুল ইসলাম চৌধুরী : দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক কাভারেজ

বিবিসির সঙ্গে কথা বলছেন দবিরুল ইসলাম চৌধুরী 

ব্রিটবাংলা ডেস্ক : চ্যানেল এসের রামাদান ফ্যামিলি কমিটমেন্টের জন্য ১ হাজার পাউন্ডের টার্গেট নিয়ে গত ২৬ এপ্রিল রোজা রেখে ১ বছর বয়সে ১শ কদম হাঁটার মিশনে নেমে ১শ হাজার পাউন্ড ছাড়িয়ে গেলেন দবিরুল ইসলাম চৌধুরী। জাস্টি গিভিং পেইজে দানশীলদের সহযোগিতায় শুক্রবার সকালে ১শ হাজার পাউন্ডের কোটা পার করেন বর্ষিয়ান কবি দবিরুল ইসলাম চৌধুরী।

জাস্ট গিভিংয়ের নিচের লিঙ্কে ক্লিক করে দবিরুল ইসলাম চৌধুরীর ফান্ডরেইজে আপনিও শরীক হতে পারেন।

https://www.justgiving.com/fundraising/dabirul-islam-choudhury

ব্রিটিশ বর্ষিয়ান ক্যাপ্টেন টমের প্রেরনায় চ্যানেল এসের রামাদান ফ্যামিলি কমিটমেন্টের জন্য মাত্র ১ হাজার পাউন্ডের ফান্ড রেইজের টার্গেট নিয়ে বাসার পাশের স্ট্রীট গার্ডেনে হাঁটা শুরু করেছিলেন দবিরুল ইসলাম চৌধুরী। ক্যাপ্টেন টমের মতো তাঁকে নিয়েও এরিমধ্যে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা হয়েছে।

ব্রিটেনের বিবিসি, চ্যানেল ফোর, আলজাজিরা, গার্ডিয়ান, মেট্রো, ইভিনিংস্ট্যান্ডার্ড সহ বেশ কয়েকটি টেলিভিশন ও সংবাদপত্র নিউজ করেছে দবিরুল ইসলাম চৌধুরীর এই ক্যাম্পেইনের উপর।

   

 

এছাড়াও মধ্যপ্রাচ্য এবং ইন্দোনেশিয়ান সংবাদ মাধ্যমেও দবিরুল ইসলাম চৌধুরীকে নিয়ে সংবাদ ছাপা হয়েছে।

বাংলাদেশের বিডিনিউজ২৪, দৈনিক প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিনসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও সুন্দর নিউজ স্টোরি করা হয়েছে দবিরুল ইসলাম চৌধুরী নিয়ে।

উল্লেখ্য চ্যানেল এসের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট সংক্ষেপে আরএফসি’র অর্থ ২৬টি চ্যারিটি সংস্থাকে ভাগ করে দেওয়া হবে। এই চ্যারিটি সংস্থাগুলো ব্রিটেন এবং বাংলাদেশে হতদরিদ্রদের জন্য কাজ করে।

Advertisement