যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করণ এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যাণ ও সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে গঠিত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নব গঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা ৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭-০০ ঘটিকায় পূর্ব লন্ডনের হলিডে ইন হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব আমিনুল হক জিলু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম এ মুনিম, সহ সভাপতি মাহবুব রহমান, আবুল কালাম আজাদ ছোটন, চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, অফিস সেক্রেটারি মোঃ শামিম আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিক রহমান বকুল, আন্তর্জাতিক সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, নির্বাহী সদস্য সর্ব জনাব দিলওয়ার হোসেন,শাহনুর খাঁন, জাহাঙ্গীর খাঁন, মামুন রশিদ, মাহবুব আহমেদ, এম এ শফিক, আব্দুল মুনিম কেরল,এস এম মোস্তাফিজুর রহমান, মারুফ আহমেদ।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্য সবাই সম্মিলিত ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এ সভায় আগামী ১০ ডিসেম্বর সোমবার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।