বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝে আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে দেশজুড়ে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।তিনি বলেন, এই সময়ের মাঝে সকলকে মাস্কসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।রবিবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন তিনি।করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। এরপর ১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট, শপিংমল; চলবে গণপরিবহন, সাথে সব ধরনের সরকারি-বেসরকারি অফিসও খুলবে।এর আগে গত ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে।ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। আর ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে,১১ তারিখ থেকে খুলবে অফিস।
১০ তারিখের পর ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে
Advertisement