ব্রিট বাংলা ডেস্ক :: বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ ৭ মে থেকে বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর কারণে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও বাড়তে থাকে।
সেই ধারাবাহিকতায় আগামী ১৬ মে পর্যন্ত সরকারের সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে একই দিন পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখা হয়েছে।
এদিকে বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে সামাজিক দূরত্ব মেনে ৮ মে থেকে ফ্লাইট চলাচলের প্রস্তুতি নিতে বলা হয়েছে।