১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার পর খুলছে স্কুল-কলেজ। আর স্কুল-কলেজ খোলার পর শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টিও বেশ আলোচনায় রয়েছে। তবে ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ও অধিদফতরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচি পরিচালক ডা. শামসুল হক।আজ রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘১৮ বছরের নিচে বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনার বিষয়ে এই মুহূর্তে আমাদের জানা নাই। তবে সরকার যেহেতু চিন্তা করছে ভবিষ্যতে যদি এরকম কোনও পরিকল্পনা আসে সেটা আমরা আপনাদের জানাবো।পরে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসলে পরিকল্পনা নেই না। এখন পর্যন্ত সরকারিভাবে ২৫ বছরের নিচেতো কাউকে টিকা দেওয়া হচ্ছে না। ২৫-এর নিচে রেজিস্ট্রেশন করে কেউ টিকা নিতে পারছেন না। তবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমরা ১৮ পর্যন্ত একটা নতুন চিন্তা-ভাবনা করেছি। এটা এখন পর্যন্ত অনবোর্ড (কার্যকর) করতে পারিনি।

আর ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এবং টিকা বিষয়ক কমিটির নির্দেশনা মোতাবেক পরে বাস্তবায়ন করা হতে পারে বলেও জানান তিনি।১৮ বছরের কম বয়সীদের টিকার বিষয়ে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছিলেন, ১২ বছর কিংবা তার বেশি বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এমনকি ১৮ বছরের কম বয়সীদের ফাইজার কিংবা মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।এ বিষয়ে জানতে চাইলে ডা. শামসুল হক বলেন, ১২ বছর বয়সীদের টিকাদানের বিষয়টি জাতীয় কমিটির সিদ্ধান্তের বিষয়। জাতীয় কমিটির সিদ্ধান্ত পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।তিনি আরও বলেন, আমরা জানি আমাদের নিবন্ধনের (টিকার জন্য) সংখ্যা অনেক বেশি। এখন পর্যন্ত ৩ কোটি ৮৪ লাখ মানুষ নিবন্ধন করেছে। এদের মধ্যেই এখনও ১ কোটি ৯৩ লাখ মানুষ টিকা পাননি। তাদের টিকা দেওয়াটা প্রথম দায়িত্ব বলে আমরা মনে করছি। তাই আরও কেন্দ্র বাড়ানো যায় কি না আমরা সেই চেষ্টা করছি। সেই পরিমাণ জনশক্তি তৈরি করার ব্যবস্থা আমরা নিচ্ছি।এখন যেহেতু টিকার মজুদ বেড়েছে গণটিকা কার্যক্রম পরিচালনার কোনও পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ডোজের টিকা আমরা প্রথমে দেবো। পরে আমাদের আরও টিকা আসার কথা, এলে তখন ভবিষ্যত পরিকল্পনা জানাতে পারবো।

Advertisement