২০১৮ সালে লন্ডনে ৪৪ খুন এর মধ্যে ছুরিকাঘাতে খুন ৩১টি : 44th murder & 31 fatal stabbings in London so far this year

 ব্রিটবাংলা ডেস্ক : চলতি বছরের ১লা এপ্রিল পর্যন্ত লন্ডনে ৪৪টি হত্যাকান্ড ঘটেছে। এর মধ্যে ৩১টি হত্যাকান্ড ঘটেছে ছুরিকাঘাতের ফলে। সর্বশেষ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে ইস্টার সানডেতে দিনে দুপুরে।

মেট পুলিশ জানিয়েছে, সাউথ ওয়েস্ট লন্ডনের গ্যারাট লেনের এলারটন রোডে রোববার দুপুর ১টা ৫ মিনিটের দিকে পাব থেকে ফেরার পথে ২০ বয়সী এক তরুনকে ছুরিকাঘাত করা হয়। ১টা ৫৫ মিনিটের দিকে পুলিশ এসে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে ২১ বছরের এক তরুনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ওয়েস্ট লন্ডনের পুলিশ স্টেশনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে নর্থ লন্ডনের হ্যারিঙ্গেতে গত শুক্রবার ছুরিকাঘাতে ৩৬ বছর বয়সী এক মহিলা নিহত হন। রোববার নিহত মহিলার ছবি প্রকাশ করে পুলিশ। বুকে এবং কাঁধে ছুরিকাঘাতের ফলে তার মৃত্যু হয়েছে বলে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে। হ্যারিঙ্গের কার্কস্টল এভিনিউতে তাকে ছুরিকাঘাত করা হয়।

এদিকে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৩৮ বছর বয়সী এক পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার তাকে হাইবারী ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করার কথা রয়েছে। চলতি বছরের ভেতরে হ্যারিঙ্গের ছুরিকাঘাতে নিহতের ঘটনা ছিল ৩০ নম্বরে।

 

Earlsfield stabbing: Murder arrest after street attack

A man was stabbed to death shortly after leaving a bar in south west London, police have said.

The victim, believed to be aged 20, left the venue on Garratt Lane at 01:05 BST and was found injured seven minutes later on Ellerton Road.

He was pronounced dead at 01:55 BST, the Met said.

A 21-year-old man has been arrested on suspicion of murder and is being held in custody at a west London police station.

Det Ch Insp Mark Cranwell said: “Sadly, another family has been left devastated with the tragic death of a young man from an act of violence.”

It is the 44th murder investigation to have been launched in London this year – 31 of which have been as a result of fatal stabbings.

Man charged as Haringey murder victim named

A man accused of stabbing a 36-year-old woman is due to appear in court charged with murder.

Leyla Mtumwa, 36, was found with knife wounds at a home in Haringey, north London, on Friday.

Kema Salum, 38, of Kirkstall Avenue, has been remanded in custody to appear at Highbury Magistrates’ Court on Monday.

A post-mortem gave Ms Mtumwa’s cause of death as stab wounds to the neck and chest.

Her death is the 30th fatal stabbing in London this year.

Advertisement