২২তম রেইনবো চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

ইরানিয়ান চলচ্চিত্র পরিচালক সাফি ইয়াজদানিয়ান পরিচালিত “সাডেনলি ট্রি“ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরষ্কার প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘটে ২২তম রেইনবো চলচ্চিত্র উৎসবের ।বর্তমান মহামারি এবং আতঙ্কময় দিনগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার লড়া্ইয়ে যখন বিশ্ববাসী ব্যস্ত, সেই লড়াইয়ে সামিল হতে রেইনবো ফিল্ম সোসাইটি প্রতিবারের মত এবারো আয়োজন করে ২২তম রেইনবো চলচ্চিত্র উৎসবের । বিশ্বের ১৪টি দেশের মোট ১৫ টি ভাষায় নির্মিত ৩০ টি চলচ্চিত্র নিয়ে এবারের আয়োজন চলে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা, রিচ মিক্স সিনেমা এবং ব্রাডি আর্টস সেন্টারে।

রবিবার ৪ জুলাই লন্ডন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস উৎসবের উদ্বোধন করেন। মেয়র বিগস এই উৎসবের উদ্বোধন করতে গিয়ে রেইনবো চলচ্চিত্র উৎসব টাওয়ার হ্যামলেটসে সামাজিক সম্পৃতিতে যে ভূমিকা রাখছে তার প্রশংসা করেন এবং এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস সহ কাউন্সিলার মতিন উজ্জামান, রেড ব্রিজের কাউন্সিলার সায়মা আহমেদ, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ জোবায়ের আহমেদ, ফেরদৈাস খান, সাংবাদিক পুলক গুপ্ত এবং আরফুমান চৈাধুরী উৎসবে বক্তব্য রাখেন।উৎসবে বক্তারা রেইনবো চলচ্চিত্র উৎসবের ২২ বছর পূর্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং এর উত্তোরোত্তর ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।সরকারী বিধিনিষেধ অনুযায়ী সীমীত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে আগত অতিথিরা এই উদ্দোগের সাথে একাত্বতা জানান। উদ্বোধনী দিনে ঋতুপর্না সেনগুপ্ত অভিনীত এবং ইন্দ্রাসিস পরিচালিত “পার্সেল“ প্রদর্শিত হয়।

সোমবার ৫ জুলাই থেকে শনিবার ১০ জুলাই পর্য্যন্ত স্থানীয় ব্রাডি আর্টস সেন্টারে প্রতিদিন দুটি করে প্রদর্শনীর আয়োজন করা হয়। উৎসব চলাকালীন সময়ে ব্রাডি সেন্টারে পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।এই উৎসবের আরেকটি সংযোজন ছিল বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সেমিনার এবং চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ এবং মুক্তি যুদ্ধের সময়কালীন অভিজ্ঞতা নিয়ে একটি প্রানবন্ত আলোচনায় অংশগ্রহন করেন বিলেতে অবস্থানরত বৃটিশ বাংলাদেশীরা। অনুষ্ঠানে হাবিবুর রহমান পরিচালিত “অলাতচক্র“ এবং নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত “গেরিলা“ প্রদর্শিত হয়।শনিবার ১০ জুলাই “ওমেন্স ফিল্ম কনফারেন্স“ অনুষ্ঠিত হয়। রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলার এবং স্থানীয় সংস্কৃতিকর্মী সৈয়দা সায়মা আহমেদের উপস্থাপনায় স্থানীয় মহিলাদের উপস্থিতিতে অনলাইনে এই অনুষ্ঠান চলে। কনফারেন্সে অংশগ্রহনকারীরা রেইনবো ফিল্ম সোসাইটির সহযোগিতায় একটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহন করেন।

রবিবার ১১ জুলাই বেথনাল গ্রীণে অবস্থিত রিচ মিক্স সিনেমা হলে এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে এবারের উৎসবের পুরষ্কার ঘোষণা করা হয়।
শ্রেষ্ঠ চলচ্চিত্র : সাডেনলি ট্রি (ইরান)
শ্রেষ্ঠ পরিচালক : মাসুদ হাসান উজ্জল { চলচ্চিত্র : উনপন্চাশের বাতাস} (বাংলাদেশ)
শ্রেষ্ঠ মহিলা পরিচালক : শারিপা উরাজবায়েভা { চলচ্চিত্র : মারিয়ম } (উজবেকিস্তান)
শ্রেষ্ঠ মানবিক বিবেচনা : ঘরে বাইরে আজ (ভারত)
বিশেষ জুরি বিবেচনা : দ্বিতীয় পুরুষ (ভারত)
শ্রেষ্ঠ স্বল্পদৈঘ্য : ইথেল (ইউকে)
রেইনবো ফিল্ম সোসাইটি বিশেষ বিবেচনা : গড এন দ্য ব্যালকনি (ভারত)

Advertisement