২৪ ঘণ্টায় ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি

ব্রিট বাংলা ডেস্ক :: চলতি সালের জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৩ হাজার ৬৭ জন।

এ সংখ্যা অনুয়ায়ী এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর প্রায় ৯৭ শতাংশ হাসপাতাল ছেড়েছেন।

অপরদিকে এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর কারণ ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৪৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগে আক্রান্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ১৮ জন।

Advertisement