২৫ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে ছুটি

ব্রিট বাংলা ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটি ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হলে তা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে।

সরকারের একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত। তবে এখনো প্রজ্ঞাপন হয়নি। ২৩ এপ্রিল পর্যন্ত ছুটির প্রজ্ঞাপন হবে। সঙ্গে সাপ্তাহিক ছুটি ২৪ ও ২৫ এপ্রিল যোগ হবে।’

বিভিন্ন গণমাধ্যমে ছুটি বাড়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলেও সরকার থেকে এখনো কোনো প্রজ্ঞাপন ঘোষণা করা হয়নি।

এর আগেই ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরো বাড়তে পারে বলে জানা গেছে।

Advertisement