৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি

সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও অবকাশের কারণে আজ থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।তবে, এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।এছাড়া আপিল বিভাগের চেম্বার কোর্ট পরিচালনার জন্য বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।৩১ ডিসেম্বর শুক্রবার ও ১ জানুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২ জানুয়ারি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

Advertisement