৩৫ বছর ধরে শিশুদের যৌন হয়রানী করেছে হাসপাতালের পোর্টার

১৯৮৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রীট হাসপাতালে অন্তত ৮জন শিশুকে যৌন হয়রানীর অন্তত ৭৬টি অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছে হাসপাতালটির সাবেক পোর্টার পাউয়েল ফ্যারাল।বৃহস্পতিবার উডগ্রিন ক্রাউন কোর্টে হাজির করা হয়। শিশুদের যৌন হয়রানীর সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে গত বছরের জানুয়ারীতে তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতের শুনানিতে বলা হয়েছে,হাসপাতালে প্রায় ৩৫ বছরের কর্মজীবনে অভিযুক্ত পাউয়েল ৫শ ৬০ থেকে অন্তত ১ হাজার যৌন হয়রানীর ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার নির্যাতনের শিকার শিশুদের বয়স ৫ থেকে ১৩ বছর বয়সের ভেতরে।পাউয়েল ফ্যারল উত্তর লন্ডনের ক্যামডেনের বাসিন্দা। দুদিনের শুনানি শেষে তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে।

Advertisement