মাত্র ৩৮ রানে হংকংকে গুঁড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে লড়াই করলেও পাকিস্তানের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করল হংকং। প্রথমে ব্যাট করে দুই উইকেটে ১৯৩ রান করে পাকিস্তান।টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠান হংকংয়ের অধিনায়ক নিজাকাত খান। ৯ রানের মাথায় এহসান খানের বলে ক্যাচ দিয়ে আউট হন বাবর আজম। ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন মুহাম্মদ রিজওয়ান এবং ফখর জামান।অর্ধশতরান করে ফিরে যান ফখর। এহসানের বলে তিনি ক্যাচ দেন আইজাজ খানের হাতে। চার নম্বরে নামেন খুশদিল শাহ। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। পাঁচটি ছয়ের সাহায্যে ১৫ বলে ৩৫ করে অপরাজিত থাকেন তিনি। রিজওয়ান অপরাজিত থাকেন ৫৭ বলে ৭৮ করে।বিপুল রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হংকংয়ের ইনিংস। ১৬ রানে প্রথম উইকেট হারায়। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। ভারতের বিরুদ্ধে ১৫২ রান করা হংকং আজ মাত্র ৩৮ রান করেই শেষ করে তাদের এশিয়া কাপ মিশন। ১৫৫ রানের ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান।
৩৮ রানেই অলআউট হংকং, ১৫৫ রানে জয় পেল পাকিস্তান
Advertisement