শনিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান মারেরো। চলতি বছরের শেষ সংসদ অধিবেশনে ৫৯৪ জন ডেপুটির অনুমোদনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, ১৯৭৬ সালে কিউবার প্রধান নেতা ফিদেল ক্যাস্ত্রো ‘প্রধানমন্ত্রী’ পদটি বিলুপ্ত ঘোষণা করেন। চলতি বছর নতুন সংবিধান অনুযায়ী পদটি পুনরায় চালু করা হলো।
৫৬ বছর বয়সী ম্যানুয়েল মারেরো বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা কিছু দায়িত্ব নেবেন। তিনি কিউবার পর্যটনমন্ত্রী হিসেবে কাজ করেছেন প্রায় ১৬ বছর। ২০০৪ সালে ক্যাস্ত্রো তাকে পর্যটনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এবার আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
Advertisement