৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

তামিম ইকবাল নিজেই বলেছিলেন, হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেটে প্রথম এক ঘণ্টা হবে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। সেই মতো টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকেই সংগ্রাম করতে থাকেন ব্যাটসম্যানরা এবং সেই চ্যালেঞ্জে হেরে শূন্য রানে বিদায় নেয়া তামিমের পর ফিরেছেন সাকিব ও মিঠুনও।যাতে দলীয় মাত্র ৫৭ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ৫ রান করে আউট হয়ে দলের বিপর্জয়কে আরও ত্বরান্বিত করেন মোসাদ্দেক হোসাইন। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৭৬ রান। লিটন দাস ২৫ রানে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১ রানে ক্রিজে আছেন।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তামিম ইকবাল। দলীয় স্কোরে কোনও রান যোগ হওয়ার আগে প্যাভিলিয়নে ফিরেছেন টাইগার অধিনায়ক। ব্লেসিং মুজারাবানির বেশ খানিকটা লাফিয়ে ওঠা বাইরের বল কাট করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে। যাতে ২.১ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ০/১।

সেই অবস্থায় ক্রিজে এসে লিটনের সঙ্গে জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। তবে তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সেই মুজারাবনিই। ৯ম ওভারে করা জিম্বাবুয়ের ইদানীং কালের সেরা বোলারের লাফিয়ে ওঠা দ্বিতীয় বলটি স্কয়ার কাট করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাটে ডাবল টাচ হয়ে তা সরাসরি চলে যায় পয়েন্টে ওঁৎ পেতে থাকা রায়ান বার্লের হাতে।ফলে এখানেই শেষ হয়ে যায় বিশ্বসেরা অলরাউণ্ডারের ২৫ বলে তিন চারে সাজানো ১৯ রানের ইনিংসটি। আর বাংলাদেশ দল ৩২ রানেই হারায় তাদের দ্বিতীয় ও মূল্যবান উইকেটটি। পরে চারটি চারের মারে আশা জাগিয়েও সাকিবের সমান ১৯ রান করেই সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। চাতারার শিকার হয়ে চকাভার গ্লাভসে ধরা পড়েন তিনিও।আজ (শুক্রবার) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে সফরকারীরা। ব্যক্তিগত কারণে মুশফিকুর রহিম নেই গোটা সিরিজে, আর চোটের কারণে প্রথম ওয়ানডের একাদশে নেই মোস্তাফিজুর রহমান।

Advertisement