ব্রিট বাংলা ডেস্ক :: চার সহযোগী সহ আত্মসমর্পণ করেছেন উলফা (আই)-এর গুরুত্বপূর্ণ নেতা এসএস কর্নেল দৃষ্টি রাজখোয়া। মেঘালয়-আসাম-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা এজেন্সির কাছে তারা আত্মসমর্পণ করেছেন বলে খবর দিয়েছে অনলাইন এএনআই। এতে বলা হয়, এসএস করপোরাল বেদান্ত, ইয়াসিন অসম, রোপ্যজোতি অসম এবং মিথুন অসম সহ দৃষ্টি রাজখোয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করেন। খবরে আরো বলা হয়, নিশ্চিত গোয়েন্দা সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে এ অভিযান চালানো হয়। নয় মাস ধরে সেনা গোয়েন্দা সংস্থা অবিরাম অভিযান চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা। লোয়ার আসামে তাদের বিদ্রোহী কর্মকান্ডের জন্য উলফা নেতা দৃষ্টি রাজখোয়া দীর্ঘদিন ছিলেন ওয়ান্টেড। রিপোর্টে আরো বলা হয়েছে, আন্ডারগ্রাউন্ডে থেকে কর্মকান্ড চালানো এই সংগঠনটির জন্য তার আত্মসমর্পণ বিরাট এক আঘাত। এর ফলে ওই অঞ্চলে শান্তির এক নতুন সকালের সূচনা হবে বলে আশা করা হয়।
৪ সঙ্গীসহ উলফা নেতা দৃষ্টি রাজখোয়ার আত্মসমর্পণ
Advertisement