৫৭ পর লিভারপুলের জালে সাত গোল!

ব্রিট বাংলা ডেস্ক : গত মৌসুমে কোন মতে অবনমন এড়ায় অ্যাস্টন ভিলা। তাদের কাছেই বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল হজম করল সাত গোল। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার রাতে লিভারপুলকে ৭-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ঘরের মাঠ ভিলা পার্কে হ্যাটট্রিক করেন অ্যাস্টনের অলি ওয়াটকিন্স। জোড়া গোল করেন জ্যাক গ্রিলিশ। একটি করে গোল করেন রস বার্কলি ও জন ম্যাকগিন। লিভারপুলের ব্যবধান কমানো গোল দুটি মোহাম্মদ সালাহর। লিভারপুল শেষবার সাত গোল হজম ১৯৬৩ সালে।

সেবার একই ব্যবধানে হেরেছিল টটেনহ্যামের কাছে।

ইংলিশ প্রিমিয়ার লীগে অ্যাস্টন ভিলার কাছে শেষ পাঁচবারের দেখায় সবকটিতেই জিতেছিল লিভারপুল। ১৫ গোল দেয়ার পাশাপাশি হজম করে তিন গোল। রোববার রাতে অ্যাস্টনের কাছে পাত্তাই পায়নি ইয়ুর্গেন ক্লপের দল।

চতুর্থ মিনিটে গ্রিলিশের বাড়ানো বলে গোল উৎসবের সূচনা করেন ওয়াটকিন্স। ২২তম মিনিটে গ্রিলিশের আরেকটি অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াটকিন্স। ৩৩ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে ব্যবধান কমে। এক মিনিট পরই স্কোরলাইন ৩-১ করেন ম্যাকগিন। ৩৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিন্স। ২০১০ সালের পর প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন তিনি। সেবার অলরেডদের হ্যাটট্রিক করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের দিমিতার বার্বাতোভ।

৫৫ মিনিটে গ্রিলিশের তৃতীয় অ্যাসিস্টে ব্যবধান আরো বাড়ান বার্কলি। চার মিনিট পর এক গোল শোধ দেন সালাহ। ৬৬ ও ৭৫ মিনিটে সম্ভাবনাময় ইংলিশ উইঙ্গার জ্যাক গ্রিলিশের জোড়া গোলে ৭-২ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা।

তিন ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। ৪ ম্যাচের সবগুলো জিতে শীর্ষে এভারটন। তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। তিন ও চার নম্বরে থাকা লেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্টও সমান ৯।

Advertisement