৮ম বারের মতো কভেন্ট্রিতে অনুষ্ঠিত হলো STCP GCSC এওয়ার্ড সেরেমনি*

ওয়াছি উদ্দিন তালুকদার রায়হান : বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোর ধারাবাহিকতায় ৮ম বারের মতো কভেন্ট্রি স্টেপ টু কমিউনিটি প্রোগ্রেস রবিবার আয়োজন করে GCSC এওয়ার্ড সেরেমনি ২০১৭। বিপুলসংখ্যক কভেন্ট্রিবাসি মানুষের উপস্থিতিতে বেলা ২টায় স্থানীয় মুসলিম রিসোর্স সেন্টারে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কভেন্ট্রি সিটির ডেপুটি লর্ড মেয়র জন ব্লনডেল, সম্মানিত অতিথি হিসাবে ছিলেন বার্মিংহামস্থ সহকারী বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ জুলকারনাইন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মোহাম্মদ রাফির সঞ্চালনায় এবছর কভেন্ট্রি সিটির মেধাবী বাঙালি শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন stcp চেয়ারম্যান রমিজুর রহমান, সাধারণ সম্পাদক সুহেল হাসান, কাউন্সিলর রইছ আলী, সলিসিটর মায়া আলী, বাংলাদেশ সেন্টারের সাবেক ব্যবস্থাপক আবুল কাশেম প্রমুখ। এবছর কভেন্ট্রিতে মোট ২০জন মেধাবী বাঙালি শিক্ষার্থীদের মাঝে এওয়ার্ড তুলে দেয়া হয়। এছাড়াও ইসলামিক শিক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জনকারী ২জন শিক্ষার্থীদেরকেও এওয়ার্ড প্রদান করা হয়।
কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য এবছর প্রবীণ কমিউনিটি নেতা হাজী আব্দুল বারীকে বিশেষ সম্মাননা পদক দেয়া হয়।

stcp এর এমন আয়োজন স্থানীয় বাঙালি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে আগ্রহ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে বলে মত প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিদের অনেকেই।

Advertisement