ব্রিট বাংলা ডেস্ক : ভারতের ক্রিকেটাঙ্গনে মহেন্দ্র সিং ধোনি অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে। দেশকে দুটি বিশ্বকাপ এনে দেওয়া এই খ্যাতিমান অধিনায়ক প্রায় ৯ মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন। আইপিএল দিয়ে ফেরার কথা থাকলেও করোনাভাইরাস এসে সব গুবলেট পাকিয়ে দিয়েছে। পিছিয়ে গেছে আইপিএল, আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেটাও নিশ্চিত নয়। এই পরিস্থিতির মাঝে নতুন করে বিতর্কে জড়ালেন ‘ক্যাপ্টেন কুল’।
করোনা মোকাবেলায় তহবিল গঠন করেছে ভারত সরকার। ক্রিকেটাঙ্গনসহ বিভিন্ন অঙ্গনের তারকারা তাতে সাধ্যমতো সহায়তা করছেন। অর্থ দান করছেন। দেশের দুঃসময়ে সাবেক ভারত অধিনায়কও এগিয়ে এসেছেন। অসহায় কিছু মানুষের হাতে তুলে দিয়েছেন এক লক্ষ রুপির অনুদান। কিন্তু তাতেও সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। ৮০০ কোটি সম্পত্তির মালিকানা যার, বিপদের দিনে তিনিই কিনা দিলেন মাত্র এক লাখ।অবাধ তথ্য প্রবাহের যুগে খেলোয়াড়দের সম্পত্তির হিসাবে সবারই খুব ভালো করে জানা। করোনা মোকাবিলায় পুণের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু মাত্র এক লাখ টাকা দেওয়ায় ধোনির সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা। উল্লেখ্য, ভারতের আরও দুই সাবেক মহাতারকা সৌরভ গাঙ্গুলী আর শচীন টেন্ডুলকার ৫০ লক্ষ টাকা করে ব্যক্তিগত অনুদান দিয়েছেন করোনা ভাইরাস মোকাবেলায়। তাই বেচারা ধোনি পড়েছেন বিপাকে।