নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত শাহিনুর বেগম (৩১) উপজেলার ভবানিপুর পশ্চিম পাড়ার রাশেদুল ইসলামের স্ত্রী।শোয়ার ঘরে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে হত্যা করা হয় বলে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান। তিনি বলেন, তিন দিন আগে আট মাসের অন্তঃসত্বা স্ত্রীকে রেখে রাশেদুল ঢাকায় রিকশা চালাতে যান। বুধবার রাতে শাহিনুর খেয়েদেয়ে দুই বছরের মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরের দিকে মেয়েটির কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা শাহিনুরের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়।তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।”ওসি বলেন, প্রায় ১৮ বছর আগে লালপুরের ওয়ালিয়া গ্রামের খলিল শাহের মেয়ে শাহিনুরের সঙ্গে রাশেদুলের বিয়ে হয়। মাস ছয়েক আগে রাশেদুল পরকীয়া প্রেমে জড়ান বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।শাহিনূরের ভাই নূর ইসলাম বোনের স্বামীকে খুনের জন্য দায়ী বলে সন্দেহ করছেন।তিনি বলেন, “সকালে এসে শোয়ার ঘরে বোনের মৃতদেহ দেখতে পাই। তার দুই হাতের রগ কাটা ও গলা কাটা রয়েছে। এ ব্যাপারে বোনের স্বামীকে সন্দেহ করছি।”
৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা, শাশুড়ি-দেবর আটক
Advertisement