সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিলেও শুরুতে বিপর্যয়ে পড়ে গেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ঘূর্ণিতে ৪ ওভারে ৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে নিউজিল্যান্ড। সফরকারীদের সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেটে ১৮ রান। ক্রিজে আছেন অধিনায়ক টম ল্যাথাম (৮) ও হেনরি নিকোলস (১)।
অস্ট্রেলিয়া সিরিজের মতো কিউইদের বিপক্ষেও শুরুর ওভারে আসেন অফস্পিনার মেহেদী। তাতে সফলতাও মেলে। ভালো লেংথের বল অভিষিক্ত রবীন্দ্র ঠিকমতো ব্যাট ছোঁয়াতে পারেননি। ফিরতি ক্যাচে রবীন্দ্র ফেরেন শূন্য রানে। তৃতীয় ওভারে সাকিব আল হাসান বোলিংয়ে এলে আবারও উইকেট পতন হয় সফরকারীদের। বোল্ড হয়ে ফেরেন উইল ইয়াং (৫)।মারকুটে কলিন ডি গ্র্যান্ড হোম প্রমোশন পেয়ে নেমে বিগ হিটেই মনোযোগী হয়েছিলেন। কিন্তু চতুর্থ ওভারে নাসুমের বলে শেষ রক্ষা হয়নি তার। অভিজ্ঞ অলরাউন্ডার স্লগ সুইপে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে। নাসুমের ওভারে বিপর্যয়ে পড়ে যাওয়া কিউইদের পরবর্তী শিকার টম ব্লান্ডেল। বোল্ড হয়ে ২ রানে ফিরেছেন তিনি।