অবশেষে ইউক্রেনে ট্যাংক পাঠাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্র

নানা দোলাচলের পর অবশেষে ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি। কয়েক মাস যাবত অনিচ্ছার পরে দেশ দুটি ইউক্রেনকে সহায়তা করার জন্য ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।বিবিসি জানায়, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ অন্তত ১৪টি লেপার্ড-টু ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনে কমপক্ষে ৩০টি এম ওয়ান আব্রাম ট্যাঙ্ক পাঠাবে।জার্মানি ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাংক পাওয়ার খবরে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এই ধরনের সহায়তা তাদের বাহিনীকে আরও শক্তিশালী করবে।এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।লেপার্ড- টু ট্যাংক হলো বিশ্বের অন্যতম প্রথমসারির যুদ্ধট্যাংক। জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে থাকে।এই ট্যাঙ্কগুলো ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের আরও বেশি সুরক্ষা, গতি এবং নির্ভুলতা দেবে।ট্যাঙ্ক পাঠনোর বিষয়ে আমেরিকা এবং জার্মানি নিজেদের দেশের ভেতরে এবং বাইরে নানা চাপ উপেক্ষা করেছে।

Advertisement