আইয়ুব বাচ্চুকে নিয়ে শফিক তুহিনের গান

ব্রিট বাংলা ডেস্ক :: ১৮ই অক্টোবর গিটার লিজেন্ড ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। তার আগেই প্রকাশ হতে যাচ্ছে তাকে স্মরণ করে শফিক তুহিনের নতুন গান ‘রূপালী গিটার’। এখন চলছে গানটির ভিডিও তৈরির কাজ। প্রকাশ করা হবে ‘ওয়ান মোর জিরো’ থেকে। ‘গিটার মানে তুমি আর তুমি মানেই গিটার/ তোমাকে ছাড়া তারুণ্য উন্মাদনার মূল্য আছে কি তার/ তুমি প্রতিটি মনের গল্প বলেছ কত যে গানে গানে/ মহাকাল ধরে এগোবে সময় তোমারই সুরের টানে’- এমন কথার গানটিই আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে করেছেন শফিক তুহিন। তিনি বলেন, সংগীতে আইয়ুব বাচ্চুর অবদানের কথা কারো অজানা নয়। আমার গীতিকার হয়ে ওঠার পেছনেও তার ভূমিকা সব থেকে বেশি। ক্যারিয়ারের প্রথম বড় কাজটি আমি করতে পেরেছিলাম তার জন্যই।

আমার কথায় তিনি ৩৫-৪০টি গান করেছেন। তার সঙ্গে আমার অনেক স্মৃতি ও ভালোবাসা জড়িয়ে আছে। প্রথম মৃত্যুার্ষিকীতে তাকে স্মরণ করে এটি ভিডিও আকারে প্রকাশ করব।

Advertisement