আওয়ামী লীগ নেতা মইনুদ্দিন মন্ডলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রবীণ রাজনীতিবীদ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মইনুদ্দিন মন্ডলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৫ জুন) এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, মইনুদ্দিন মন্ডলের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন ত্যাগী, একনিষ্ঠ ও জনবান্ধব রাজনৈতিক নেতাকে হারালো।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মইনুদ্দিন মন্ডলের। কিডনি ও লিভারের সমস্যা ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই রাজনীতিবিদ।বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘ দিন ধরে ভুগছিলেন মইনুদ্দীন মন্ডল। তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পাঁচ দিন আগে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শুক্রবার বাদ মাগরিব জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মইনুদ্দীনের জানাজা হবে। সেখানে স্থানীয় মৃধাপাড়া কবরস্থানে সমাহিত করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।মইনুদ্দীন মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অন্যতম নিবেদিতপ্রাণ একজন নেতা ছিলেন মইনুদ্দীন মন্ডল। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।

Advertisement