আগামী শনিবার প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠান

প্রয়াত ডিউকি অব এডিনবারা এবং রাণী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল, শনিবার। উইন্ডসরের জর্জেস চ্যাপেলে বিকেল ৩টায় হবে এই অনুষ্ঠান। এদিকে
শনিবার দুপুর ১২টা থেকে, ইংল্যান্ড, ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহর ও জিব্রাল্টারে ৪১ বার তপোধ্বনীর মাধ্যমে সম্মান জানানো হয় প্রিন্স ফিলিপকে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রিন্স ফিলিপের প্রতি শ্রদ্ধা জানানো হয় শনিবার।
অন্যদিকে শনিবার সকালে রাজপরিবারের অন্যান্য সদস্যরা উইন্ডস ক্যাসলে গিয়ে রাণীর সঙ্গে স্বাক্ষাত করে শেষকৃত্য অনুষ্ঠানের সময় সূচী চুড়ান্ত করেন।
বাকিংহ্যাম পেলেস জানিয়েছে, আগামী ১৭ এপ্রিল, শনিবার বিকেল ৩টায় উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপলে অনুষ্ঠিত হবে শেষকৃত্য অনুষ্ঠান। এতে জনগন অংশ নিতে পারবে না। নিজের ডিজাইন করা ল্যান্ড রোভার কফিনে করে প্রিন্স ফিলিপের মরদেহ ক্যাসল থেকে চ্যাপলে নিয়ে আসা হবে। এ সময় রাজ পরিবারের সদস্যরা কফিনের পেছনে পেছনে হেঁটে আসবেন। কফিন চ্যাপলে পৌঁছার পর জাতীয়ভাবে এক মিনিট নিরবতা পালন করা হবে। করোনা বিধি-নিষেধের কারণে শেষকৃত্যানুষ্ঠানে মাত্র ৩০ জন উপস্থিত থাকবেন। এ কারণে এতে প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত থাকতে পারবেন না। জনসাধরণকেও উইন্ডসরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরো অনুষ্ঠানটি টেলিভিশনে লাইভ দেখানো হবে। এদিকে
করোনার কারণে নিষেধাজ্ঞা সত্বেও উইন্ডসরে ফুল দিয়ে প্রিন্স ফিলিপকে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ।

Advertisement