আগামী ১০ ই অক্টোবর বার্মিংহামে তৃতীয় ব্রিটিশ বাংলাদেশী বিজনেস অ্যাওয়ার্ডস অনুষ্টিত হবে

দেশ ফাউন্ডেশন ইউকে আয়েজিত সংগঠনের দশ বছর পূর্তি ও তৃতীয় বিবিবি অ্যাওয়ার্ডস ২০১৯ অনুষ্টিত হতে যাচ্ছে আগামী ১০ ই অক্টোবর ২০১৯ যুক্তরাজ্যের দ্বিতীয় নগরী বার্মিংহামে ৷

১৭ই জুন সোমবার, ব্রিটিশ পার্লামেন্টের এক অনুষ্টানে ঘোষণা করেন দেশ ফাউন্ডেশন ইউকে ও ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস এর ফাউন্ডার চেয়ারম্যান মিসবাউর রহমান ৷

অল পার্টি বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান এন মেইন এমপির সভাপতিত্বে অনুষ্টিত ও বিবিবি অ্যাওয়ার্ডস এর ম্যানেজিং ডিরেক্টর রঞ্জু মিয়ার উপস্থাপনায় হোস্ট হিসেবে বক্তব্য রাখেন পল স্কুলি এমপি.ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশ ফাউন্ডেশন ইউকের কার্যক্রমের ভুয়শী প্রশংসা করে তৃতীয় অ্যাওয়ার্ডস কে সাফল্য করতে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন,আদ্রিয়ান বেইলি এমপি,এলেনা স্মিথ এমপি,জোনাথান অসার্থ এমপি,বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষে বক্তব্য রাখেন কাউন্সিলর দেওয়ান মাহমুদ হক

আরো বক্তব্য রাখেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের ডক্টর ওয়ালী তসর উদ্দিন,এস বি ফারুক,বশির আহমেদ,ডক্টর সানোয়ার চৌধুরী,নুরুজ্জামান.দেশ ফাউন্ডেশনের জেবু রহমান,নাজমা বেগম,কামাল আহমেদ,টিপু রহমান,বাহার উদ্দিন,বদরুল আলম,সৈয়দ সাদেক ,নাসিম প্রমুখ৷

আগামী ১০ ই অক্টোবর বার্মিংহামে তৃতীয় ব্রিটিশ বাংলাদেশী বিজনেস অ্যাওয়ার্ডস অনুষ্টিত হবে ৷

ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ব্রিটেনের মূল ধারার একটি অনুষ্টান হিসেবে প্রতিষ্টিত হয় ২০১৫ সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন প্রথমবারের অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে তিনি বিবিবি অ্যাওয়ার্ডস কে স্বীকৃতি প্ৰদান করেন ৷

উল্লেখ্য দেশ ফাউন্ডেশন ইউকে গত দশ বছরে ব্রিটেনের কমিউনিটি,রাজনৈতিক,ব্যবসায়ীদের অবদানের কথা বিবেচনায় এনে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫০ ব্যক্তি ও প্রতিষ্টানকে অ্যাওয়ার্ডস প্ৰদান করেছে৷তৃতীয় বিবিবি অ্যাওয়ার্ডস ২০১৯ সর্বমোট ২১টি ক্যাটাগরিতে বিজনেস অ্যাওয়ার্ডস প্ৰদান করবে৷

Advertisement