আজও টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ হেরেছে। ফলে সিরিজে সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে হারারের স্পোর্টস ক্লাবের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রূপ নিয়েছে ‘ফাইনালে’। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।তিন ম্যাচের টি-টোয়েন্টির সবক’টিতে টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। ফলে আবারও শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আজ (রবিবার) শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে আছে একটি পরিবর্তন। অলরাউন্ডার মেহেদী হাসানকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার নাসুম আহমেদকে।চলমান সফরে টানা পাঁচ ম্যাচ জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরে যায় বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবার জয় পেয়েছে জিম্বাবুয়ে। বোলারদের আলগা বলের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ১৬৬ রান তোলে জিম্বাবুয়ে। পরে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দায়িত্বশীল ভূমিকাতে কাউকে দেখা যায়নি। এই কারণেই ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। রবিবারের অলিখিত ফাইনালে এইসব ভুল শুধরে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।

Advertisement