আজকের আবৃত্তি সন্ধ্যায় আসুন…

ভালোবাসার ঋণ বলে এতকাল যে কথাটি শুনে এসেছি আজ সত্যি সত্যিই সেই ঋণে আমি জর্জরিত! এই ঋণের ভার বইবার সক্ষমতা নিয়ে সংশয় থাকলেও এর দায় থেকে আমি মুক্ত হতে চাইনা কখনো। আবৃত্তি অনুষ্ঠান ‘দোহে’ নিয়ে যে আবেগ, উচ্ছাস, আগ্রহ দেখিয়েছেন বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়িরা তাতে আমি শুধু অবিভূতই নই, অনেকটা বাকরুদ্ধও। সকলের অকৃত্রিম ভালোবাসা, সাহায্য-সহযোগিতা আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে। সৌহার্দ্য, প্রীতি আর অকুন্ঠ সমর্থনের শক্তিতে সত্যিই আজ আমি নির্ভার! আমার চেতনার আকাশ তাই আজ কাব্যরসে বহুবর্নিল।
বন্ধুরা, আপনাদের ভালোবাসার প্রতিদান দেবার সাধ্য আমার নেই, তবে ভালোলাগার কিছু মুহুর্ত উপহার দিয়ে আজকের সন্ধ্যাকে স্মরণীয় করে রাখতে চাই। আমার বিশ্বাস বাংলা কাব্য সাহিত্যের আবৃত্তি ছন্দের দোলায় আপনারও আপ্লুত হবেন। জাতিসংঘের ইউএনডিপিতে কর্মরত মানবাধিকার বিশেষজ্ঞ বিশিষ্ট বুদ্ধিজীবী ড. সেলিম জাহান ও কবি, লেখক শামীম আজাদের উপস্থিতি আমাদের আয়োজনকে করবে ঋদ্ধ।
আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় টিভি প্রেজেন্টার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী উর্মি মাজহার।
কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় নৃত্য শিল্পী শওমী দাস। কবিতায় গানের হামিং করবেন আবৃত্তি ও সংগীত শিল্পী শতরূপা চৌধুরী। মিউজিকে থাকবেন জনপ্রিয় মুখ প্রীতম সাহা। সাউন্ড করবেন পাপ্পু ,আলোকসজ্জ্বায় মিঠু আজাদ আর সাউন্ডে থাকবেন পাপ্পু। মোস্তফা জামান নিপুণের প্রজেক্টর ব্যবস্থাপনা অনুষ্ঠানকে দেবে অত্যাধুনিকতার ছোয়া। – মুনিরা পারভীন।

 

Advertisement