আনোয়ারুজ্জামান চৌধুরী কে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার আহবান

ব্রিটবাংলা ডেস্কঃসিলেট-২ আসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী কে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার আহবান জানিয়ে বিশ্বনাথ ওসমানী নগর প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে ২৭ সেপ্টেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের মাইল্যান্ডের একটি হলে।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহ ফারুক। জামাল আহমেদ খান এবং ফয়সল হোসেন সুমন এর পরিচালনায় উপস্থিত ছিলেন কবির উদ্দিন, মাওলানা আব্দাল চৌধুরী, ফয়জুর রহমান লস্কর, খসরুজ্জামান খসরু, সারব আলী, লুতফুর রহমান সায়াদ, খন্দকার শিপার, ফকরুল ইসলাম মধু, নজমুল ইসলাম,আফজাল হোসেন, সামসাদুর রহমান রাহিন, সায়েক আহমেদ, মশিউর রহমান মসনু, স্বপন শিকদার, মুজাহিদ আলী লিটন,কাউন্সিলর সিরাজুল ইসলাম জেপি, সেলিম আহমেদ খান, সৈয়দ মুমিন, দেলোয়ার হোসেন লিটন, মাহমুদ আলী , তারেক আহমেদ ,মোহাম্মদ আয়াস , এড এম এ করিম, নাজিমুদ্দিন, গোলাব আলী, সাইফুল ইসলাম মহসিন,গোলাম ফারুক,খালেদ আহমেদ জয় ,দুলাল আহমেদ ,সৈয়দ শামিম ,ফয়জুর রহমান চৌধুরী, মিজানুর রহমান মিরু, আনসার মিয়া, আজাদুর রহমান আজাদ, আশব আলী, মনির মিয়া, সাব্বির আহমেদ, আলমাস খান, ফয়জুর রহমান ফয়েজ, রুহেল আহমেদ, সিরাজুল ইসলাম মজিদ, সায়েল তরফদার, কবিরআহমেদ,জামাল চৌধুরী, শাহ মিনার আলী, আতিকুর রহমান লেবু, দিলওয়ার আহমেদ, আবদুল কুদ্দুস , নজির আহমেদ জুনেল, শেখ নজরুল ইসলাম জিতু ,ফক্রুল কামাল জুয়েল,জাফর,ডেনিল, শাহানুর, মতিউর রহমান, শহিদুন নুর, মোহাম্মদ এনাম, মতিউর রহমান, মোহাম্মদ আজহার ।


মত বিনিময় সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,

যদি তিনি নৌকা প্রতীক পেয়ে জনগনের ভোটে নির্বাচিত হন তাহলে ওসমানী নগর ও বিশ্বনাথ উপজেলাকে মডেল নগরী করে এলাকাবাসীকে উপহার দিবেন। প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় বিশ্বনাথ ওসমানী নগরের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এব্যাপারে তাকে আশ্বস্থ করেছেন।

Advertisement