আয়ের নতুন উৎস : গ্রেটার লন্ডন বাউন্ডারি চার্জ আরোপের পরিকল্পনা করছেন মেয়র সাদিক খান

ব্রিটবাংলা ডেস্ক : করোনার কারনে মারাত্মকভাবে আর্থিক সংকটে থাকা ট্রান্সপোর্ট ফর লন্ডনের জন্যে দীর্ঘ মেয়াদী আয়ের উৎস হিসেবে গ্রেটার লন্ডন বাউন্ডারী চার্জ আরোপের পরিকল্পনা করছেন লন্ডন মেয়র সাদিক খান। আগামী দু বছরের ভেতরে এটি বাস্তবায়িত হবে। তার আগে এর ভালো মন্দ এবং সব আইনী জটিলতা খতিয়ে দেখার জন্য ট্রান্সপোর্ট ফর লন্ডন সংক্ষেপে টিএফএল’কে নির্দেশ দিয়েছেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, গ্রেটার লন্ডন বাউন্ডারী চার্জ হিসেবে গ্রেটার লন্ডনের ৩২টি বারার বাইরে রেজিস্টারকৃত কোনো গাড়ি লন্ডনে প্রবেশ করতে হলে প্রতিদিন ৩ পাউন্ড ৫০ পেন্স পরিশোধ করতে হবে।

এর ফলে লন্ডনের বাইরে রেজিস্টারকৃত কোন গাড়ি লন্ডনে প্রবেশ করতে হলে প্রতিদিন ১৫ পাউন্ড কনজেশ্চন চার্জ, ১২ পাউন্ড ৫০ পেন্স আলট্রা লো ইমিশন জোন সংক্ষেপে ইউলেজ চার্জ এবং গ্রেটার লন্ডন বাউন্ডারী চার্জ বাবদ ৩ পাউন্ড ৫০ পেন্স অর্থাৎ সর্বমোট ২৫ পাউন্ড পরিশোধ করতে হবে লন্ডনে প্রবেশ করার জন্যে।

২০২১ সালের ২৫ অক্টোবর থেকে ইউলেজ চার্জের পরিধি বাড়বে গ্রেটার লন্ডনের চতুর্দিকে সার্কুলার রোড পর্যন্ত। কনজেশ্চন চার্জের পরিধিও নর্থ এবং সাউথ সার্কোলার রোড পর্যন্ত বাড়ানোর চেস্টা করে পরবর্তীতে তা বাতিল করেন মেয়র। এর বিকল্প হিসেবেই গ্রেটার লন্ডন বাউন্ডারী চার্জ আনা হচ্ছে।

করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত টিএফএল’কে দু দফায় ৩ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড দিয়ে বেইলআউট করেছে সরকার।

এই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতেই একের পর এক পদক্ষেপ নিচ্ছেন লন্ডন মেয়র। বাউন্ডারী চার্জ আরোপের পাশাপাশি নাইট টিউব, বরিস বাইক,  শনি ও রোববার কিছু কিছু টিউব স্টেশন এবং লন্ডন সিটির বাইরে একদম প্রত্যন্ত এলাকায় কিছু বাস রুট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া সকালে এবং বিকালের ব্যস্ত সময়ে বয়স্কদের ফ্রি বাস ছড়াও থামিয়ে দেওয়া হবে।

Advertisement