আল-মিজান এন্ড লন্ডন ইস্ট একাডেমির ৫ ছাত্রের হিফজ সমাপনী অনুষ্ঠিত

আল-মিজান প্রাইমারি স্কুল ও লন্ডন ইস্ট একাডেমিতে অধ্যয়নরত ৫ ছাত্র এ বছর তাদের হিফজ সম্পন্ন করেছে । তাঁরা হলো- ইয়ার সিক্স এর ছাত্র মুহাম্মদ ইয়াহইয়া রহমান ও ইসমাইল আব্দুল্লাহ আহমদ, ইয়ার এইট এর ছাত্র মুহাম্মদ হামিমুর রহমান চৌধুরী এবং ইয়ার এলেভেন এর ছাত্র উবায়েদ নূর ও মুহাম্মদ ওমর তানজিল।
এ উপলক্ষে গত ২১ মে শুক্রবার বিকেলে ইস্ট লন্ডন মসজিদের মেইন হলে এক হিফজ সমাপনী তেলাওয়াতের আয়োজন করা হয়। আল-মিজানের শিক্ষক হাফিজ আমজাদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মস্ক ও লন্ডন মুসলিম সেন্টারের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম, সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ মাহমুদ ও শিক্ষক মুহিবুর জায়গীরদার।এসময় উপস্থিত ছিলেন আল-মিজানের শিক্ষক ফখরুল হোসাইন, মুহিদুল জামান, ক্বামার হোসাইন, জামাল ইসলাম, মুহিবুল হোসাইন, রাসেল চৌধুরী ও মুহাম্মদ বদর। অনুষ্ঠানে স্কুলের ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে ৫ হাফিজ হিফজ সমাপনী কেরাত তেলাওয়াত করে শুনান। অতিথির বক্তব্য ইমাম আবদুল কাইয়ূম বলেন, আমি আশাকরি আজকে এখানে আল-মিজানের যত ছাত্র উপস্থিত আছো সকলেই একদিন হাফিজ হবে । হাফিজ হতে অনেক কষ্ট করতে হয়। কিন্তু এই কষ্টের প্রতিফল হচ্ছে জান্নাত। আল্লাহ তোমাদের জান্নাতে সমাসীন করবেন ইনশাআল্লাহ । তিনি বলেন,অভিভাবকেরা তাদের সন্তানদেরকে হাফিজ বানাতে গিয়ে অনেক কষ্ট করে থাকেন। ক্বেয়ামতের দিন তাঁরাও এজন্য বড় পুরষ্কার পাবেন। আল্লাহ তায়ালা ক্বেয়ামতের দিন তাঁদেরকে সুন্দর পোশাক পরিধান করাবেন।

Advertisement