ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার (ভিডিও)

ইংরেজি নববর্ষ ২০২১-এর শুভ সূচনালগ্নে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড বসবাসকারী বাংলাদেশী ও বাংলাদেশী-ব্রিটিশদের বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সাইদা মুনা তাসনিম। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, গত ২০২০ ছিল মানব জাতির জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জের বছর। তবু বাংলাদেশের জন্য ছিল খুবই গৌরবের এবং সাফল্যের বছর। ২০২০ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাংলাদেশ হাই কমিশন লন্ডন যথাযথ মর্যাদায় পালন করেছে। যুক্তরাজ্য প্রবাসী নতুন প্রজন্মের বাংলাদেশী ও ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির ব্যক্তিবর্গ, ব্রিটিশ মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাতির পিতাকে জানাতে পেরেছি যথাযথ সম্মান ও শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপনের সময়সীমা বাড়িয়েছেন। তাই আশা করি, নতুন বছরেও সবাইকে নিয়ে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযথভাবে উদ্যাপন করতে পারবো। পুরো বার্তা শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

 

Advertisement