ইংল্যান্ডের সমুদ্র তীরে শুরু হয়েছে জি সেভেন সম্মেলন

ব্রিটবাংলা ডেস্ক: প্রায় দু বছর পর সরাসরি স্বাক্ষাত হল জি-সেভেনভুক্ত দেশের শীর্ষ নেতাদের। ইংল্যান্ডের কর্নওয়ালে শুরু হওয়া জি-সেভেনের সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে পাঁচ দেশের নেতা এসে পৌঁছান। সমুদ্র তীরের বালুর উপরে লাল গালিচার বদলে কাঠের তৈরী গালিচায় স্ত্রীকে সঙ্গে নিয়ে অতিথিদের একে একে স্বাগত জানান প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্নওয়ালে এসে পৌঁছান। অতিথিদের স্বাগত জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা থেকে শিক্ষা নিতে জি- সেভেনভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের আহ্বান জানিয়েছেন। করোনার প্রভাবে খুব শিঘ্রই বিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। আগামী এক বছরের ভেতরে দরিদ্র দেশগুলোর জন্যে অন্তত ১শ মিলিয়ন করোনা ভ্যাকসিন দানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে মার্কিন সরকার দরিদ্র দেশগুলোকে ৫শ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন প্রদানের ঘোষণা দেন।এদিকে সম্মেলনের বাইরে ডাচেস অব ক্যামব্রিজকে সঙ্গে নিয়ে মার্র্কিন ফার্স্ট লেডি কর্নওয়ালের একটি স্কুল পরিদর্শন করেন শুক্রবার। দরিদ্র দেশের নারীদের শিক্ষার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয় সম্মেলন। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে ব্রিটেনের নতুন প্রশাসনের নতুন সম্পর্ক তৈরীর কঠিন মুহুর্তটি পার হয়েছে বলে মনে করছে টেন ডাউনিং স্ট্রীট। নতুন অধ্যায়ের একটি নতুন নামও দেওয়ার চেস্টা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।এদিকে জি- সেভেন সম্মেলনের বাইরে বিশাল বিক্ষোভও হয়েছে শুক্রবার। অন্তত ৫ শতাদিক ক্যাম্পেইনার বিক্ষোভ র‌্যালিতে অংশ নেন।শুক্রবার থেকে শুরু হওয়া তিনব্যাপি সম্মেলনে শনিবার আলোচনার টেবিলে আসবে নর্দার্ন আয়ারল্যান্ড ইস্যুটি। আর রোববার হবে সব বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত। এদিকে রাণী আমন্ত্রণে বিশ্ব নেতারা শুক্রবার বিকেলে এক নৈশ ভোজে অংশ নেন বিশ্ব নেতারা।

Advertisement