ইংল্যান্ডে মুসলিম মাদক ব্যবসায়ীর জেল

ব্রিটবাংলা ডেস্ক :  অবৈধ মাদক ব্যবসা এবং লাইসেন্সবীহিন অস্ত্র রাখার অভিযোগে ওয়েস্ট মিডল্যান্ডের মোহাম্মদ ওসমান নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে ১৫ বছরের জেল দিয়েছে ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটন ক্রাউন কোর্ট।

গত ৫ এপ্রিল সকালে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ ওসমানকে তার ওয়ালসলের ঘর থেকে গ্রেফতার করেছিল ক্রাইম পুলিশের বিশেষ টিম। এসময় তার ঘর থেকে হেরোইন, পিস্তল, ঘরে তৈরি বুলেট, নগদ অর্থ উদ্ধার করে পুলিশ।

ওসমানের ঘর থেকে আড়াই কেজির বেশি হিরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের বাজারমুল্য  আনুমানিক ৭০ হাজার পাউন্ড বলে ধারণা পুলিশের। এছাড়াও অভিযানে ওসমানের রান্নাঘর থেকে গুলি ভর্তি ব্রুনি মডেলের একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। পিস্তলটি রান্না ঘরে ওভেনের ভেতরে ঢাকা ছিল। হেরোইন, পিস্তলের সাথে ক্যাশ দশ হাজার পাউন্ডও উদ্ধার করা হয়।

একই অভিযানে পুলিশ ওয়ালসলের অন্য একটি ঘর থেকে ১৮ ও ৩০ বছর বয়সী আরো চার জনকে গ্রেফতার করেছিল। উদ্ধার করা হয়েছিল নগদ ৩৬ হাজার পাউন্ড। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হলেও ওসমানকে অবৈধ উপায়ে মাদক ব্যবসা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়।

দীর্ঘ শুনানি শেষে ২২ সেপ্টেম্বর, রোববার মোহাম্মদ ওসমানের সাজার মেয়াদ ঘোষনা করে আদালত।

Advertisement