ইউকেতে যেখানে সেখানে ময়লা ফেলার জরিমানা বৃদ্ধি করা হচ্ছে : Increased fines for ‘litter louts’ come into effect

ব্রিটবাংলা ডেস্ক : গাড়ি থেকে বা হাঁটতে হাঁটতে যেখানে ইচ্ছা ময়লা আবর্জনা ফেলার অভ্যেস যাদের আছে, তাদের জন্যে দু:সংবাদ আছে।ইংল্যান্ডে যত্রতত্র ময়লা ফেলার জরিমানার পরিমান বর্তমানে ৮০ পাউন্ড।  এর পরিমান বাড়িয়ে ১শ ৫০ পাউন্ড করার ঘোষণা  দিয়েছে সরকার। যেখানে সেখানে ময়লা ফেলার প্রমাণসহ ধরা খেলে হাতে নাতে ১শ ৫০ পাউন্ডের জরিমানা ধরিয়ে দেবে কাউন্সিলের অফিসাররা।  এছাড়া যারা গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলবেন সেই গাড়ির মালিকের ঘরে জরিমানার চিঠি পাঠানো হবে।

ইংল্যান্ডে প্রতি বছর রাস্তায় ময়লা আবর্জনা সংগ্রহ করে বিনে ফেলতেই সরকারের খরচ হয় প্রায় ৬৮০ মিলিয়ন পাউন্ড। এই ব্যয় কমানোর জন্যে জরিমানার পরিমান বাড়ানোর মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে সরকার। এ জন্যে সরকার প্রতিটি কাউন্সিলকে যত্রতত্র ময়লা ফেলার  অভিযোগে অন দ্যা স্পট ১শ ৫০ পাউন্ড জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে এই ক্ষমতার অবব্যাবহার না করতেও কাউন্সিলগুলোকে সতর্ক করেছেন এনভার্নমেন্ট মিনিষ্টার থেরেজা কফি।

Increased fines for ‘litter louts’ come into effect

People dropping litter, including from vehicles, face increased on-the-spot fines of up to £150 as new penalties come into effect.
Councils across England are being given the power to raise fines from the previous ceiling of £80.
Authorities can also use the penalties to target vehicles owners if it is possible to prove rubbish has been thrown from their car.
The government claims collecting litter costs councils £680m a year.
Councils are free to set the level of on-the-spot fines up to £150 per incident, but minsters have warned the new powers should not be abused.
The government said local authorities should take into account factors such as local abilities to pay, when setting a levy.
Environment Minister Therese Coffey said: “These new fines will tackle anti-social behaviour by hitting litter louts in the pocket, whether it’s litter that is thrown from a vehicle or dropped in the street.

Advertisement