ইউকের এসাইলাম আবেদনের অটো স্যাটলমেন্টে পরিবর্তন (ভিডিওসহ)

ব্রিটবাংলা রিপোর্ট : ইউকেতে এসাইলাম আবেদনকারী বা রিফিউজিদের অটোমেটিক স্যাটলমেন্টের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছে হোম অফিস। নতুন নিয়মে আবেদন মঞ্জুরের ৫ বছরের ভেতরে এসাইলাম আবেদনকারীর দেশে দীর্ঘ মেয়াদের জন্যে বিশেষ কোনো পরিবর্তন এমনকি আবেদনকারীর ব্যক্তিগত জীবনে পরিস্থিতির কোনো পরিবর্তন হলে ৫ বছর পূর্ণ হবার পর সেই আবেদনের অটোমেটিক স্যাটলমেন্টের আগে রিভিউ করবে হোম অফিস। যা আগে হতো না।
এসাইলাম আবেদন মঞ্জুরের ৫ বছর পর অটোমেটিক স্যাটলমেন্ট হয়ে যেতো। কোনো ধরনের রিভিউ ছাড়া আবেদনকারীকে হয় লিভ টু রিমেইনের সুযোগ দেওয়া হতো অথবা এসাইলামের মেয়াদ বাড়ানো হতো। এই সুযোগে কোনো কোনো আবেদকারী নিজ দেশ থেকেও ঘুরে আসতেন। কিন্তু হোম অফিসের নতুন নিয়েমে সেই সুযোগ আর থাকছে না। অটোমেটিক স্যাটলমেন্টের আগে আবেদনকারী যে দেশের নাগরিক সেই দেশে দীর্ঘ সময়ের জন্যে বড় ধরনের কোনো পরিবর্তন হয়েছে কি না বা আবেদনকারীর ব্যক্তিগত জীবনের কোনো পরিবর্তন হয়েছে কি না তা রিভিউ করবে হোম অফিস। নিচের লিঙ্কে ক্লিক করে শুনুন এ বিষয়ে কেসি সলিসিটরের প্রিন্সিপাল সলিটির্স ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী বিস্তারিত ব্যাখ্যা করছেন।

এদিকে এক্সটেনডেড ফ্যামিলি ভিসা আবেদনের আপিলের সুযোগ আবারো ফিরে আসছে বলেও জানান তিনি।

Advertisement