ইতালীতে বাংলাদেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এমডি রিয়াজ হোসেন, (রোম) ইতালী : ইতালীতে যখন অভিবাসী বিরোধী সরকার গঠনের প্রস্তুতি চলছে ঠিক তখনই
ইতালিতে চার বাংলাদেশীর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  গত শুক্রবার রাতে রাজধানী রোমের সন্নিকটে গুইদনিয়া নামক স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ইতালীয়ান জাতীয় দৈনিকে এই খবর পাওয়া গেছে।   রোমের রিবিববিয়া নামক স্থানে বাস স্টপে বাসের জন্য অপেক্ষমান ৪৩ বছর বয়স্কা ঐ নারীকে দুই বাংলাদেশি জোর পূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। পরে গুইদনিয়া নামক একটি নির্জন স্থানে তাকে ধর্ষণ করে। সেখানে আগেই আরও দুইজন বাংলাদেশী ছিল।
ইতালির প্রভাবশালী দৈনিক “ইল জর্নালে”এ সহ জাতীয় দৈনিক ফলাও করে সংবাদটি প্রকাশ করেছে।
এ ঘটনার পর রোমে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।এখন পর্যন্ত পুলিশ কোন ধর্ষককে গ্রেফতার করতে পারেনি।এ ধরনের অভিযোগ বাংলাদেশীদের বিরুদ্ধে এই প্রথম।ধর্ষণকারীরা বাংলাদেশী কিনা গ্রেফতারের পরেই যাচাই করা যাবে কারন ইন্ডিয়া এবং শ্রীলংকান নাগরীকদের শারীরিক গঠন বাংলাদেশীদের মত। তবে রোমের বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ বলেছেন অপরাধী যে দেশেরই হোক না কেন বিচার চাই। তবে আমাদের আসল ঘটনাও জানতে হবে।

Advertisement