ইতালী থেকে সরকারী খরচে মরদেহ যাবে বাংলাদেশে

এমডি রিয়াজ হোসেন, ইতালীঃ ইতালী থেকে বিনা খরচে মরদেহ প্রেরনের দীর্ঘ দিনের দাবী মেনে নিয়েছে বাংলাদেশ সরকার। এ সংক্রান্ত একটি আদেশ গত ৩ আগষ্ট রোমস্থ বাংলাদেশ দূতাবাসে এসে পৌঁছেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউরোপ সফরকালে প্রবাসীদের করেকটি দাবীর মধ্য এটি ছিল অন্যতম। এ লক্ষে এই অর্থ বছরে রোমের জন্য ৫০ লক্ষ এবং মিলানের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আঃ সোবহান শিকদার বলেন, “ইতালী প্রবাসীদের দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সঠিক ভাবে উত্থাপন করতে পেরেছি বলে তিনি এই অর্থ বরাদ্দ দিয়েছে। তবে অব্যশই সকল প্রবাসীকে ওয়েজ আর্নার বোর্ডের আওতায় আসতে হবে।” সংশ্লিষ্ট মন্ত্রনালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত । প্রবাসীরা এমন সংবাদে আনন্দিত । তারা বলেন, মরে গেলে লাশ অন্তত দেশে যাবে এমন নিশ্চয়তা পেয়েছি। এই জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইতালী আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। ” তিনি আমাদের দাবী মেনে নেওয়ায় আমরা আনন্দিত ।” পাশাপাশি বাংলাদেশ বিমান পুনরায় চালুর ও দাবী জানান তিনি। ইতালীস্থ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি হাসান ইকবাল এমন সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ জানান। প্রবাসী এমকে রহমান লিটন বলেন, ” মরেও শান্তি পাব লাশটা অন্তত দেশে যাবে।” উল্লেখ ইতালী থেকে মরদেহ বাংলাদেশে প্রায় তিন লক্ষ টাকা লাগে। এখন এই অর্থ রোমস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকার বহন করবেন।

Advertisement