ইস্ট লন্ডনে আবারো এসিড হামলা : Acid attack in east London

ইস্ট লন্ডনে আবারো এসিড হামলা
ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে আবারো এসিড হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার কিছু আগে লেইটনের ডাউনসেল প্রাইমারি স্কুলের কাছে ল্যাংথর্ন রোডে ১৮ বছর বয়সী এক কিশোরের উপর এসডি নিক্ষেপ করা হয়। ফায়ার সার্ভিস এবং এম্বুলেন্স এসে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে পাঠিয়েছে। এসিড নিক্ষেপের ফলে তার চেহারার মারাত্মক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনার তথ্য জানাতে প্রত্যক্ষদর্শীদের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ।

Acid attack in east London

A teenager suffered serious injuries when thugs sprayed him in the face in a suspected acid attack.

The 18-year-old victim was sprayed with a corrosive substance near Downsell primary school in Leyton on Sunday night, Scotland Yard said.

Police, paramedics and firefighters were scrambled to Langthorn Road just before 10pm.

 He was given first aid before being rushed to hospital with injuries that have been described as possibly life-changing.

No arrests have been made after the incident, which happened in Langthorne Road. Police are investigating.

 

Anyone with information is asked to call Waltham Forest CID on 101 or Tweet @MetCC.

 Information can also be reported anonymously to Crimestoppers on 0800 555 111 or online at crimestoppers-uk.or

Advertisement