ইস্ট লন্ডনে গোলাগুলিতে দু’জন আহত : Two men shot outside Mile End Tube station

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে সাত দিনে আট খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ইস্ট লন্ডনের ব্যস্ততম মাইলএন্ড টিউব স্টেশনের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলিতে গুরুতর আহত ২০ বছর বয়সী দু’ তরুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেট পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বন্দুকের গোলাগুলির আওয়াজ শুনার পর পুলিশ ডাকা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ৩০ জনের বেশি সশস্ত্র পুলিশ অফিসার এসে গুলিতে আহত ২০ বছর বয়সী দু যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রাখলেও তাৎক্ষনিকভাবে কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য এর আগে ১৪ মার্চ থেকে ২২ মার্চ রাতের ভেতরে লন্ডনে ছুরিকাঘাতে এবং গুলিতে ৮ জন নিহত হন। আর চলতি বছরের ভেতরে ছুরিকাঘাত ও গুলিতে ২৫ বছর বয়সী সতের জন পুরুষ নিহত হয়েছেন।

লন্ডনে গত বুধবার থেকে ছুরিকাঘাত ও গুলিতে ৮ খুন : 8 people murdered in stabbings and shootings in London since last Wednesday

 

Two men shot outside Mile End Tube station

Two men were shot outside a busy Tube station following a shocking week of violent crime in London.

Armed police swarmed on Mile End station in east London after the double shooting on Friday night.

Witnesses reported seeing at least one man being treated by medics outside the station, which was closed off by police following the shooting.

The two men, both in their 20s, were taken to hospital in a serious condition.

The latest incident comes after a horrific spike in violent crime in London saw eight people killed in the space of seven days.

Seventeen men under the age of 25 have now been killed in violent crimes in London so far in 2018.

A Met Police spokesman said officers were called to reports of gunshots at Mile End station just after 10.30pm on Friday.

“Officers remain at the scene. The Trident and Area Crime Command has been informed.

“There have been no arrests and enquiries continue.”

Advertisement