ইস্ট লন্ডনে মহিলার উপর এসিড নিক্ষেপ : Acid attacked in East London

ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনে ডকল্যান্ড এলাকায় এক মহিলা এসিড হামলার শিকার হয়েছেন। শক্তিশালী এসিডে মহিলার মুখমন্ডল ঝলসে গেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল ৭টার দিয়ে টাওয়ার হ্যামলেটসের সাউথ কিউ ডিএল আর স্টেশনের কাছে মার্শওয়ালে ২৬ বছর বয়সী মহিলার উপর এসিড নিক্ষেপ করা হয়। হামলার সময় তিনি হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। তার মুখ এবং পা এসিডে ঝলসে গেছে। তার চেহারা পাল্টে যেতে পারে বলেও আশংকা করছে পুলিশ। তার উপর শক্তিশালী এসিড নিক্ষেপ করা হয়েছোট বলে প্রাথমিক পরীক্ষায় প্রমান মিলেছে বলে বিবিসি জানিয়েছে। হামলার সময় মহিলা হামলাকারীকে দেখতে পাননি। তবে হামলাকারীকে সনাক্ত করতে এলাকার সিসিটিভি ক্যামেরা পরীক্ষা নিরীক্ষা করছে।

A woman was sprayed in the face with a “strong acid solution”, leaving her with life-changing injuries, police have said.
The 26-year-old was attacked as she walked home along Marsh Wall, near South Quay station, at about 19:00 GMT Wednesday, Scotland Yard said.
She is being treated for burn injuries to her leg and face.
Tests confirmed the substance was a strong acid solution, police said. No arrests have been made.
The woman did not see her attacker, and police are checking CCTV in an effort to identify the suspect.

Advertisement