ইস্ট লন্ডনে সামির হত্যা মামলা : একজন দোষি সাব্যস্ত

১৯ বছর বয়সী মোহাম্মদ সামির উদ্দিনকে গত বছরের ১০ জুলাই ক্রসহারবার ডিএলআর স্টেশনে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনের ক্রসহারবার ডিএলআর স্টেশনে ছুরিকাঘাতে নিহত মোহাম্মদ সামির উদ্দিন হত্যা মামলায় মোহাম্মদ হক নামে এক ব্যক্তিকে দোষি সাব্যস্ত করেছে আদালত। দোষি ব্যক্তির বয়স ২২ বছর। তিনি টাওয়ার হ্যামলেটসের ম্যানচেস্টার রোডের বাসিন্দা। প্রায় ১০ সপ্তাহ শুনানি শেষে ২০ সেপ্টেম্বর, সোমবার সাউদার্ক ক্রাউন কোর্ট তাকে হত্যা এবং মারাত্মকভাবে শারীরিক জখমের অভিযোগে দোষি সাব্যস্ত করা হয়। আগামী ৮ অক্টোবর মোহাম্মদ হকের সাজার মেয়াদ ঘোষণা করবে আদালত।

১৯ বছর বয়সী মোহাম্মদ সামির উদ্দিনকে গত বছরের ১০ জুলাই ডকল্যান্ড এলাকার ক্রসহারবার ডিএলআর স্টেশনে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আদালত জানিয়েছন, ঘটনার দিন বিকেলে ৬টার দিকে ক্রসহারবার ডিএলআর স্টেশনে নিহত সামির উদ্দিনসহ তার তিন বন্ধু ছিলেন। অন্যদিকে মোহাম্মদ হকের সঙ্গেও তার বন্ধুরা ছিলেন। স্টেশনে কথা কাটাকাটির এক পর্যায়ে স্টেশনের সিঁড়ির নিচে সামিরকে হক ছুরিকাহত করেন। ঘটনার দুদিন পর ১২ জুলাই স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পন করেন মোহাম্মদ হক। আদালতে মোহাম্মদ হক জানিয়েছেন, হামলার আগে ঘটনার দিন সামিরের সঙ্গে তার কোনো কথা হয়নি।

 

Advertisement