ইস্ট লন্ডনে ১৩০ টন ওজনের চর্বির পাথর : Monster ‘fatberg’ found blocking east London sewer

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের বাঙালী পাড়া হোয়াইটচ্যাপল রোডের নিচে নর্দমার পাইপের ভেতরে বিশাল আকারের চর্বির পাথর পাওয়া গেছে। এর ওজন হবে প্রায় ১শ ৩০ টন। থেমস ওয়াটারের ইন্জিনিয়াররা জানিয়েছেন, চর্বি, তেল এবং ন্যাপিসহ আবর্জনায় মিলে বিশালাকারের এই পাথরটির ওজন হবে প্রায় ১৩০ টন। ২৫০ মিটার লম্বা পাথরটি ১১টি দু’তলা (ডাবল ড্যাকার) বাসের সমান।  এটি পরিস্কার করতে প্রায় ৩ সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়েছন তারা।

দু’টি ওয়েম্বলি ফুটবলের পিচের সমান লম্বা এই চর্বি পাথরটি হোয়াটচ্যাপল রোডের নিচে ভিক্টোরিয়া স্যুয়ারের পাইপটি ব্লক করে আছে। ৮ জন স্টাফ চলতি সপ্তাহ থেকে এটি ভাঙ্গার কাজ শুরু করেছেন। প্রতিদিন ৯ ঘন্টা করে সপ্তাহে ৭দিন কাজ করেছেন তারা। প্রতি শিফটে মাত্র ২০ থেকে ৩০ টন করে সড়ানো হচ্ছে। এটি সরিয়ে স্ট্যার্টফোর্ড রিসাক্লিন সাইটে নিয়ে যাওয়া হবে। সড়াতে সর্বমোট মিলিয়ন পাউন্ড ব্যয় হবে বলে ধারনা করা হচ্ছে।

 

Monster ‘fatberg’ found blocking east London sewer

A ‘monster’ fatberg weighing 130 tonnes has been discovered in a sewer in Whitechapel.

The 250 metre-long solid mass of wet wipes, nappies, fat and oil weighs the same as 11 double-decker buses and is thought to be one of the biggest ever.

Thames Water engineers say it will take them three weeks to remove the berg, which is blocking a stretch of Victorian sewer more than twice the length of two Wembley football pitches.

Work to remove the fatberg under Whitechapel Road started this week and involves an eight-man crew using jet hoses to break it up before sucking it out into tankers, which take it away to a recycling site in Stratford.

They are removing about 20 to 30 tonnes per shift, working nine hours a day, seven days a week.

The fatberg is more than 10 times bigger than the one in Kingston in 2013 which made national headlines.

The company said it spends about £1 million a month clearing blockages from its sewers. Mr Rimmer urged people to think about what they flush down toilets: “The sewers are not an abyss for household rubbish.”

Advertisement