ইস্ট লন্ডন মসজিদে ‘রিচার্ড হাউজ’হসপিসের জন্য ৩৬শ পাউন্ড ফান্ডরেইজ

নিউহ্যামে অবস্থিত লন্ডনের প্রথম চিলড্রেন্স হসপিস ‘রিচার্ড হাউজ’ ইস্ট লন্ডন মসজিদে ৩ হাজার ৬শ পাউন্ড ফান্ডরেইজ করেছে । গত ১ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর মসজিদের মুসল্লিদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়। এসময় রিচার্ড হাউজের হেড অব কমিউনিটি এন্ড ইভেন্টস ক্রিস উইলিয়ামস-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া নিউহ্যাম কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ, ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টারের ফাইন্যান্স এন্ড এনগেইজমেন্ট ডাইরেক্টর দেলওয়ার খান এবং হেড অব প্রোগ্রামস ও মারিয়াম সেন্টার প্রধান সুফিয়া আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত এই হসপিস সেন্টারে বছরে প্রায় ৩০০ পরিবারের ৫ শতাধিক শিশুকে সেবাযত্ন দেওয়া হয়ে থাকে। যে শিশুরা জন্মগতভাবে বা অন্য কোনো কারণে দীর্ঘ মেয়াদী নানা শারিরীক জটিলতা কিংবা ক্যান্সারসহ অন্যান্য কঠিন রোগে ভুগছে তাদেরকেই সেখানে চিকিৎসা ও সেবাযত্ন দেয়া হয়ে থাকে। যেসব পরিবার তাদের প্রতিবন্ধী শিশুদের দেখাশোনা করতে অপারগ তারা হসপিস থেকে সেবা নিতে পারেন। হসপিসের মোট সেবাগ্রহীদের মধ্যে ৩২ শতাংশই মুসলিম । নিউহ্যাম, বার্কিং, ডেগেনহ্যাম, টাওয়ার হ্যামলেটস, হ্যাকনী, রেডব্রিজ, ইলফোর্ড, ওয়েলথাম ফরেস্ট, হ্যারিঙ্গে, ইজলিংটন, ক্যামডেন ও সাউথ এসেক্সের অন্যান্য বারার বাসিন্দাদের সেবা দিয়ে থাকে। এগুলোর মধ্যে বর্তমানে নিউহামের সর্বোচ্চ ৩১ শতাংশ এবং বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ২৭ শতাংশ শিশু সেবা গ্রহণ করছে।এই হসপিস সেন্টার পরিচালনায় বছরে ৩.২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়। যার সিংহভাগই বিভিন্ন ফান্ডরেইজিং কর্মসূচির মাধ্যমে সংগ্রহ করতে হয়। তাই কমিউনিটির মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে আসতে আহবান জানানো হয়েছে।

Advertisement