ঈদের ছুটিতে চলবে মেট্রোরেল

ঈদের দিনসহ ঈদের ছুটির সময় মেট্রোরেল চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মাস ট্রান্সজিট কোম্পানি।ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘আমরা ঈদের দিনসহ ঈদের ছুটির সময়ে মেট্রোরেল চালানোর পরিকল্পনা করেছি’।তিনি বলেন, এমআরটি লাইন-৫ (উত্তরাঞ্চলীয় রুট) এর কাজ আগামী জুলাই মাসে শুরু হবে। ডিপোর উন্নয়নের সঙ্গে নির্মাণ কাজও শুরু হবে বলে জানান এমএন সিদ্দিক।।সিদ্ধান্ত অনুযায়ি, আগামী ২০ এপ্রিল থেকে ঈদের পরের দিন পর্যন্ত ঈদের ছুটির সময়ে সকাল ৮টা থেকে ১০ মিনিট বিরতির পরিবর্তে ২০ মিনিট বিরতি দিয়ে দুপুর ২টা পযর্ন্ত ট্রেন চলবে। আর ঈদের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত মেট্রোরেল চলবে।কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেট্রোরেল গত বছরের ২৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৭ এপ্রিল পর্যন্ত মোট ১৩ লাখ ৫৮ হাজার যাত্রী পরিবহন করেছে। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

Advertisement