ব্রিটেনে রৌদ্রজ্জল আবহাওয়ায় ঈদ উদযাপিত

ব্রিটবাংলা রিপোর্ট : রৌদ্রজ্জল আবহাওয়ার মাঝে বেশ আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করেছেন ব্রিটেনের মুসলমানরা। মসজিদ থেকে পার্ক, সর্বত্র ছিল আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি। লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্কে এবারো বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া ইউকে এবং ইউরোপের সর্ববৃহত মসজিদ- ইস্ট লন্ডন মসজিদে এবারো ৫টি জামাতে প্রায় ২০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।  মসজিদের এক্সিকিউটিভ ডাইরেক্টর দিলওয়ার খান ব্রিটবাংলাকে জানান, ইউকের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল ঈদের জামাতগুলোতে। ঈদের দিন মুসলিম চ্যারিটি রানকে বিশেষভাবে প্রমোট করার চেস্টা করা হয়। আগামী ১৭ সেপ্টেম্বর হবে চ্যারিটি রান। এদিকে বাঙালী পাড়ার আরেক বৃহত মসজিদ বৃকলেন মসজিদে এবার ৪টি জামাতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লির। মসজিদের প্রেসিডেন্ট সাজ্জাদ মিয়া ব্রিটবাংলাকে জানান,  বিপুল সংখ্যক মহিলাও নামাজ আদায় করেন ব্রিকলেন মসজিদে।
এ দুটি মসজিদ ছাড়াও ঈশাতুল ইসলাম মস্ক, দারুল উম্মাহসহ বেশ কয়েকটি মসজিদে ৪ থেকে ৫ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Advertisement