এক নজরে টাওয়ার হ্যামলেটসের ফলাফল

ব্রিটবাংলা রিপোর্ট : প্রায় ১০ বছর পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে লেবার পার্টির একক কর্তৃত্ব ফিরে এসেছে। বৃহস্পতিবারের নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী জন বিগস ৪৪ হাজার ৮শ ৬৫ ভোটে দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হন। মেয়র জন বিগসের প্রথম প্রেফারেন্সের ভোট ছিল ৩৭ হাজার ৬শ ১৯ ভোট। জন বিগসের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন কাউন্সিলর পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটসের প্রার্থী কাউন্সিলর রাবিনা খান। তিনি প্রথম প্রেফারেন্সে পান ১৩ হাজার ১১৩ ভোট। দ্বিতীয় প্রেফারেন্স মিলিয়ে তার সর্বমোট ভোট হয় ১৬ হাজার ৮শ ৭৮ ভোট।


এবার নির্বাচনে টাওয়ার হ্যামলেটসে সর্বমোট ৮০ হাজার ২শ ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্য থেকে ৫১ শতাংশ ভোট এককভাবে কোনো প্রার্থীই পাননি। তাই দ্বিতীয় পছন্দের ভোট গণনা হয়। তবে প্রথম পছন্দের ভোটেই মূলত নির্বাচিত হয়ে যান মেয়র জন বিগস। অন্যদিকে সাবেক মেয়র লুৎফুর রহমানের সমর্থনের এসপায়ার পার্টির প্রার্থী অহিদ আহমদ পেয়েছেন ১১ হাজার ১০৯ ভোট। আর কনজারভেটিভ পার্টির প্রার্থী ডাক্তার আনোয়ার আলী পেয়েছেন ৬ হাজার ১৪৯ ভোট।
এবার দেখে নিন নির্বাচিত কাউন্সিলরদের তালিকা :

টাওয়ার হ্যামলেটসে সর্বমোট ৪৫টি কাউন্সিলর পদ। এর মধ্যে ৪২টিতে পাশ করেছে লেবার। দুটিতে টোরি এবং ১টিতে পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস। সাবেক মেয়র লুৎফর রহমান সমর্থিত এসপায়ার পার্টি এবং লিবডেমের কেউই পাশ করতে পারেননি।
বো ইস্ট : লেবার পাটির আমিনা আলী, রিচেল ব্ল্যাক এবং মার্ক ফ্রান্সিস।
বো ওয়েস্ট : লেবারের আসমা বেগম এবং ভাল হোয়াটহেড।
ব্রোমলি নর্থ : লেবার পার্টির জেনিথ রাহমান এবং ডান টমলিনসন।
ব্রোমলি সাউথ : লেবার পার্টির ড্যানি হ্যাসল এবং হেলাল উদ্দিন।
ক্যানারি ওয়ার্ফ : লেবার পার্টির কিস্টান ড্যানিয়েলা প্যারি এবং টোরি পার্টির এন্ড্রো জর্জ উড।
লাইম হাউস : লেবারের জেইমস রোবার্ট ভ্যানাব্লেস কিং।
মাইলএন্ড : লেবারের ডেভিড এডগার, আসমা ইসলাম এবং পুরু মিয়া।
পপলার : লেবারের সুফিয়া আলম।
সেন্ট ডানস্টোনস : লেবারের দিপা দাশ এবং আয়াছ মিয়া।
বেথনালগ্রীণ : লেবারের মোহাম্মদ আহবাব হোসাইন, সিরাজুল ইসলাম এবং ইভা জোশেফাইন ম্যাকুলিন।
ব্ল্যাকওয়েল এন্ড কিউবিট টাউন : লেবারের ইহতেশাম হক এবং মোহাম্মদ ইকবাল মোর্শেদ পাপ্পু।
আইল্যান্ড গার্ডেন : লেবারের মুফিদাহ বাস্তিন এবং টোরির পিটার গোল্ড।
ল্যান্সবারি : লেবারের কাহের চৌধুরী, মোহাম্মদ এইচএম হারুন এবং ব্যক্স হোয়াইট।
শেডওয়েল : পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটসের রাবিনা খান এবং লেবারের রুহুল আমিন।
স্পিটাল ফিল্ড এন্ড বাংলা টাউন : লেবারের শাদ উদ্দিন চৌধুরী এবং লিমা ওমর কোরেশী।
সেন্ট ক্যাথরিন এবং ওয়াপিং : লেবারের ডেনিস জোন্স এবং আব্দাল উল্লাহ।
সেন্ট পিটার্স : লেবারের ক্যাভিন জোশেফ ব্রাডি, তারিক আহমদ খান এবং গ্যাব্রিয়েলা সালভা ম্যাকালান।
স্ট্যাপনি গ্রীন : লেবারের সাবিনা আক্তার এবং মতিন উজ জামান।
ওয়েভার্স : লেবারের আব্দুল মুকিত এবং জন পিয়ার্স।
হোয়াইটচ্যাপল : লেবারের ভিক্টোরিয়া নিগজি ওবেজা, ফারুক মাহফুজ আহমদ এবং কবি ও গীতিকার শাহ সোহেল আমিন।

এবার ইউকের তিনটি বারার মধ্যে ভোট জ্বালিয়াতি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে গ্রেটার লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটস ছিল এই প্রজেক্টের ভেতরে।

Advertisement