এবার বাংলা টাউনের বুকে হাত !

স্পিটালফিল্ড ও বাংলা টাউন ও উইভার্স ওয়ার্ড কে নিয়ে প্যারিস কাউন্সিল গঠনের প্রস্তাবনা

আহাদ চৌধুরী বাবু:ব্রিকলেইন,স্পিটাল ফিল্ড,বাংলা টাউন এই নাম গুলোর সাথে জড়িত আছে বাঙ্গালীর উত্তান অৰ্জন ও ঠিকে থাকার লড়াইয়ের শত সংগ্রাম আর ত্যাগের কাহিনী ৷

ব্রিকলেইনের সাথে একটি বহজাতিক সংস্কৃতিতে নিজেদের মানিয়ে নেওয়ার লড়াই অবস্থান এবং বাঙ্গালী অধ্যুষিত এলাকা তথা বাংলা টাউন গেইট নামকরন সহ রাজনীতি সংস্কৃতির উন্মেশ যে ওয়ার্ডটিতে সেই ওয়ার্ডটির নাম পাল্টিয়ে ফেলা কাউন্সিলের আদলে প্যারিস কাউন্সিল অব স্পিটাল ফিল্ড করার একটি প্রস্তাবনা নিয়ে স্থানীয় কিছু সংখ্যাক বাসিন্দার স্বাক্ষর সহপ্রস্তাবনার পক্ষে টাওয়ার হ্যামলেস কাউন্সিলে দাখিল করেছে৷

ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে কমিউনিটিতে ব্যাপক আলোচনা ও ক্ষোভ লক্ষ্য করা গেছে ৷

যার ধারা বাহিকতার অংশ হিসেবে এক কমিউনিটি মিটিং আয়োজন করা হয়েছে আগামী ২৭ নভেম্বর, হ্যানবারী হলে৷

আয়োজকদের পক্ষে “ওয়ান স্পিটাল ফিল্ড” শ্লোগান কে সামনে নিয়ে এই সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন কাউন্সিলার তারিক খাঁন ও সাদ চৌধুরী ৷


এছাড়া এই প্রস্তাবনা কাযর্কর না করা ও বিরোধীতা করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লেবার পার্টি ও বাংলা টাউন প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃস্থানীয়রা ৷

সংশ্লিষ্ট সুত্ৰ থেকে জানা যায়,কাউন্সিলের স্থানীয় কিছু সংখ্যাক অধিবাসীদের কাছ থেকে ২৩ শে জুলাই ২o১৮ তারিখে স্পিটাল ফিল্ডস এবং বাংলা টাউন এবং ওয়েভার্সের দুটি ওয়ার্ডের মধ্যে একটি নতুন প্যারিশ কাউন্সিল, ‘স্পিটলফিল্ডস টাউন কাউন্সিল’ গঠনের অনুরোধ জানানো হয়েছে।

এই আবেদনটি স্পিটিলফিল্ডস ফোরাম, স্পিটলফিল্ডস সোসাইটি এবং স্পিটলফিল্ডস কমিউনিটি গ্রুপ কর্তৃক জমা দেওয়া হয়েছিল।

কাউন্সিল এখন হেলথ অ্যাক্ট ২oo ৭-এর স্থানীয় সরকার ও জনসংযোগের বিধানগুলির অধীনে একটি কমিউনিটি গভর্নেন্স রিভিউ করছে।

পর্যালোচনাটি বিবেচনা করবে যে প্যারিশ কাউন্সিল তৈরি করা উচিত কিনা।

কাউন্সিল এখন এই দুই ওয়ার্ডের পাশাপাশি অন্য যে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের সকল বাসিন্দাদের সাথে পরামর্শ বা মতামত গ্রহনে আগ্রহ দেখিছে।

পরামর্শ পর্যায় ক্ৰমে হবে। প্রথম পর্ব ৮অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২o১৮ পর্যন্ত চলবে।

দ্বিতীয় পর্যায়, কাউন্সিলের খসড়া সুপারিশগুলিকে সামনে রেখে ২o১৯ সালের সামারে অনুষ্ঠিত হবে।

পর্যালোচনাটি ২২ জুলাই ২o১৯সাল নাগাদ শেষ হবে।
এখন দেখার বিষয় কাউন্সিল কি সিদ্ধান্ত নেয় ৷

Advertisement