এবার লাইবেরিয়ান অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ট্রাম্পের

ব্রিট বাংলা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হাজার হাজার লাইবেরীয় অভিবাসীর সুরক্ষা অধিকার বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগামী এক বছরের মধ্যে তাদেরকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনিক নির্দেশে সালভাদর, হাইতি ও নিকারাগুয়ার আড়াই লাখ নাগরিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয়েছে। খবর এএফপি’র।

জানা গেছে, ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকায় গৃহযুদ্ধ চলাকালে বেশ কিছু লাইবেরিয়ান নাগরিক দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র তাদেরকে অস্থায়ী সুরক্ষিত অবস্থা প্রদান করে দেশটিতে তাদের নিরাপদে থাকার অনুমতি দিয়েছিল।

১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্লিনটন ১০ হাজার লাইবেরিয়ান নাগরিককে ডিইডি স্ট্যাটাস দিয়ে নতুন জীবন দিয়েছিলেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও তাদেরকে পুনরায় ডিইডি স্ট্যাটাস দিয়েছিল। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এই স্ট্যাটাস প্রত্যাহার করে লাইবেরিয়ানদের দেশে ফেরত যাবার নির্দেশ জারি করেছেন। এএফপি।

Advertisement